ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে বজ্রপাতে জেলে ও কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ২৪, ২০২৩
টেকনাফে বজ্রপাতে জেলে ও কৃষকের মৃত্যু নিহতরা

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে এক জেলে ও একজন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া ও সাগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজামপাড়ার সোনা আলীর ছেলে কৃষক রহমত উল্লাহ (৪০) ও ৫ নম্বর ওয়ার্ডের কাদেরপাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ওরফে ধইল্যা (২০)। হেলাল উদ্দিন পেশায় একজন জেলে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্তকেন্দ্র) পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন তিনি। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান রহমত উল্লাহ। অপরদিকে হেলাল উদ্দিন সাগরপাড়ে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হন।

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, বেলা ১১টার দিকে বাহারছড়ায় ব্যাপক বজ্রপাত হয়েছে। এ সময় তাদের মৃত্যু হয়।

পরিদর্শক মছিউর বলেন, ওই জেলে ও কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।