ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
বাহুবলে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
  

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
বুধবার (২৪ মে) দুপুরে অধিদপ্তরটির হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ‍উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।


 
এসময় যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ ও ফ্রিজে কাঁচা এবং রান্না করা খাবার একসঙ্গে রাখায় পাঁচ হাজার, খাবারে ক্ষতিকর রং মেশানোয় লোকনাথ সুইটমিটকে পাঁচ হাজার, একই অভিযোগে বিশ্বজিৎ চা ক্যান্টিনকে চার হাজার, মূল্য তালিকা না থাকায় সততা বাণিজ্যালয়কে তিন হাজার ও আলমগীর পোল্ট্রিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
 
বাহুবল মডেল থানা পুলিশের একটি দল ভোক্তা অধিদপ্তরের অভিযানে সহযোগিতা করে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।