ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব চুক্তিতে আরও এক বছর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব চুক্তিতে আরও এক বছর

ঢাকা: আরও এক বছর পদে থাকছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। আগামী ২৫ মে অথবা যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।

বুধবার (২৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

জননিরাপত্তা বিভাগের আগে ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেছিলেন মোস্তাফিজুর রহমান।

তিনি ১৯৬৪ সালের ২৫ মে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।