বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলা চুরিতে বাধা দেওয়ায় আজিজুল বকতিয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত আজিজুল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার (২৫ মে) ভোরে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট কদমবাড়ি গ্রামের মানিক ফকিরের বাগান থেকে কলা কেটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন চোরচক্রের দুই সদস্য।
বাজারে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা আজিজুল বিষয়টি দেখতে পান। মানিক ফকিরের কলা বাগানের ভেতরে অপরিচিত লোক দেখে তিনি এগিয়ে গিয়ে গাছ থেকে কলা কাটতে বাধা দেন। এ সময় চোরচক্রের ওই দুই সদস্য ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে আজিজুল জখম করে। আজিজুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চোর চক্রের ওই দুই সদস্যকে আটক করে। পরে আহত আজিজুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক দুজন গৌরনদী উপজেলার মেধাকুল গ্রামের জাকির ফকিরের দুই ছেলে সাগর ফকির ও আকাশ ফকির। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমএস/আরআইএস