ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় বাইকার নিহত

ঝালকাঠি: ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের গাড়ির ধাক্কায় মো. মামুন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২টার দিকে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন নলছিটি উপজেলার মেরুহার এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেলে করে বাজারের প্রধান সড়কে উঠছিলেন মামুন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিলে দুপুরে মামুনের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানের গাড়ি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে মামুন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মামুনের মৃত্যু হয়। তার পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।