ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাজেটে ক্ষেতমজুর-শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মে ২৫, ২০২৩
বাজেটে ক্ষেতমজুর-শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবি

ঢাকা: আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুলর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা এক বিবৃতিতে এ দাবি জানান।

ক্ষেতমজুর সমিতির নেতারা বলেন, আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী অসহায়, দরিদ্র, শোষিত, বঞ্চিত মেহনতি মানুষের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালু করে ৫ টাকা কেজি দরে চাল-আটা-লবণ, ১৫ টাকা দরে চিনি-কেরোসিন, ৩০ টাকা দরে ভোজ্যতেল ও মশুর ডাল, ক্ষেতমজুরদের জন্য সারা বছর কাজের ব্যবস্থা, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি পুনরায় দেশের সকল উপজেলায় চালু করতে হবে এবং কমপক্ষে ৮০০/- টাকা মজুরি নির্ধারণ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, ক্ষেতমজুর ও গ্রামীন মজুরদের বয়স ৬০ বছর হলেই তাদেরকে পেনশনের আওতায় এনে মাসে মাসে ১০০০০/-(দশ হাজার) টাকা করে বিনা জমায় পেনশন দিতে হবে, ক্ষেতমজুরদের কর্মক্ষম সন্তানদের ভোকেশনালসহ আইটি ও আধুনিক কাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য শুধু রাজধানী নয় সকল জেলা শহরে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষিতদের সরকারি টাকায় বিদেশে পাঠাতে হবে এবং তাদের প্রেরিত রেমিটেন্স থেকে খরচের টাকা মাসে মাসে কিস্তিতে কেটে রাখতে হবে। গ্রামীণ বরাদ্দ বাড়াতে হবে এবং প্রকৃত গরিব মানুষকে দিতে হবে।

ক্ষেতমজুরদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ও সকল গরিব মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যত টাকা প্রয়োজন হবে, সেই পরিমাণ টাকা এবারের বাজেটে বরাদ্দ দেওয়ার জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আরকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।