ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২৩
খুলনায় ট্রাকচাপায় যুবক নিহত

খুলনা: খুলনা বাইপাস সড়কের জয়বাংলা মোড়ে ট্রাকের চাপায় মো. সজিব (২০) নামে মোটরসাইকেল আরহী এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) রাত ৮টার দিকে খুলনা বাইপাস সড়কের মারিয়া পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব লবনচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের চালক একটি ইজিবাইকের পেছনে ধাক্কা দেন। তখন তার পেছনে থাকা সজিব পড়ে যান। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এমআরএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।