ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত লাল চান চোকদারকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর রোডে ব্রিজের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত লাল চান নিজেই জানান, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর পুরাগাছা গ্রামে। পরিবার নিয়ে হাজারীবাগ বটতলা জানে আলম কমিউনিটি সেন্টারের পাশে থাকেন তিনি। বেশিরভাগ সময় রাতের বেলায় নিজের ব্যাটারি চালিত অটোরিকশা চালান লাল চান।
ভোরে ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুই ব্যক্তি তার রিকশায় ওঠেন। এর কিছুক্ষণ পরই চাকু বের করে রিকশা থামাতে বলেন তারা। রিকশা থামাতে দেরি হওয়ার সঙ্গে সঙ্গে তার ঘাড়ে একটি আঘাত করের। রিকশা থেকে পড়ে গেলে তখন তার দুই হাতে ছুরিকাঘাত করে রিকশাটি নিয়ে পালিয়ে যান তারা।
আহত লাল চান দৌড়ে সেখান থেকে সরে যান। পরে রক্তাক্ত অবস্থায় বাসায় পৌঁছালে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে সেলাই করার পর তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। রিকশাটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এজেডএস/এসআইএস