ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মসলা বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ২৯, ২০২৩
নওগাঁয় মসলা বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ: জেলার বদলগাছীতে মসলা বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার হাটখোলা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নওগাঁ জেলার সহকারী পরিচালক রুবেল আহমেদ।

তিনি বলেন, প্রতিদিনের অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলার হাটখোলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল পণ্য বিক্রি, পণ্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে সুমন ভ্যারাইটিজ স্টোরকে তিন হাজার টাকা, ফারুক স্টোরকে এক হাজার ও মেসার্স ইউনিক ট্রেডার্সকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।