ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

ফেনী: ফেনীর ফুলগাজীতে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রীনা আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরের দিকে নিজ রান্নাঘরে অসতর্কতাবশত বিদ্যুতের তার স্পর্শ হয়ে মারা যান।

 

নিহত গৃহবধু উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দ পুর গ্রামের মো. ডালিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নিজ রান্নাঘরে দুপুরে রান্না করছিলেন রীনা আক্তার। এসময় পাশের একটি ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বিদ্যুতের তার জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসএইচডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।