ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাখালীতে মাথায় রড ঢুকে শিশুর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ৩০, ২০২৩
মহাখালীতে মাথায় রড ঢুকে শিশুর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় উড়াল সড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশু সুমনের মৃত্যু ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। সোমবার (২৯ মে) দিনগত রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সহকারী প্রকল্প ম্যানেজার বাদী হয়ে এ মামলা করেন।

 

মঙ্গলবার (৩০ মে) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেন। মামলায় প্রকল্পের শ্রমিক হাসানকে আসামি করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  

তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প ব্যবস্থাপক হাঁসিব হাসান এ মামলায় শ্রমিক হাসানকে আসামি করেছেন। মামলার বাদী অভিযোগ করেন, শ্রমিক হাসানের কাজের অবহেলায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে রড পড়ে শিশু সুমনের মৃত্যু হয়।  

তিনি আরও জানান, এখন পর্যন্ত মৃত সুমনের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। তবে পুলিশ কাজ করে যাচ্ছে।

>> আরও পড়ুন: মাথায় রড ঢুকে নিহত সেই শিশুটির নাম সুমন 

উড়াল সড়ক থেকে রড পড়ে মারা যাওয়া শিশুর পরিচয় মেলেনি

মহাখালীর উড়াল সড়ক থেকে মাথায় রড পড়ে শিশুর মৃত্যু

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।