ঢাকা: একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী বুধবার (৩১) বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশনের আহ্বান করেছেন।
সংসদের এ অধিবেশনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। এটি হবে একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন। আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ২৫ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব কর্মসূচির তারিখ নির্ধারণ করা হবে।
আগামী বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। এটি একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩ সালের বাজেট অধিবেশন। এ অধিবেশনে যে বাজেট উপস্থাপন করা হবে সেটি হবে আওয়ামী লীগের টানা এ তৃতীয় মেয়াদের সরকারের শেষ বাজেট। এ বছর শেষে একাদশ জাতীয় সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সংসদের এ বাজেট অধিবেশনও অন্যান্য অধিবেশনের মতো করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের ইতোমধ্যেই করোনা পরীক্ষা করতে বলা হয়েছে। করোনা নেগেটিভ হলেই কেবল অধিবেশনে অংশ নিতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসকে/আরবি