ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৯ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মে ৩০, ২০২৩
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৯ জেলে আটক

সাতক্ষীরা: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে নয় জেলেকে আটক করেছেন বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।

মঙ্গলবার (৩০ মে) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছে থেকে নিষিদ্ধ ফাঁস জাল, ১০০ কেজি চাউল ও দুইটি নৌকাসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন- খুলনার ২ নম্বর কয়রা এলাকার শাহাদাত গাজী, কামরুল ইসলাম, ওবাইদুল্যাহ, মিজানুর রহমান, মেছের ঢালী, গোবরা এলাকার আব্দুল বারী সরদার, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম ও খাসখালী এলাকার আব্দুল বারী।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।