ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মে ৩১, ২০২৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

নড়াইল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ও ফুলদাহ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

বুধবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে চাচুড়ি ইউনিয়নের চাচুড়ি গ্রামের আনসার শেখের বাড়ির সামনের খাল পাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

চাচুড়ি ইউনিয়নের চাচুড়ি গ্রামের নেতৃত্ব দিচ্ছেন কালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা ও পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের নেতৃত্ব দিচ্ছেন সাবেক স্কুল শিক্ষক ফসিয়ার রহমান মোল্যা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চাচুড়ি বাজারে ফুলদাহ গ্রামের ফসিয়ার মোল্যার পক্ষের লোকজন চাচুড়ি গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুকুল মোল্যা (৪৫), মৃত হাশেম মোল্যার ছেলে মাওলানা গোলজার মোল্যা (৫০), আকছেদ মোল্যার ছেলে তোফায়েল (২৫) ও রিজু শেখের ছেলে আব্দুল্লাহকে (২৫) কুপিয়ে জখম করে।

এ ঘটনার জেরে আজ (৩১ মে) সকাল ৭টার দিকে চাচুড়ি বাজার সংলগ্ন কালিয়া-নড়াইল সড়কে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

পরবর্তীতে গোলাম মোস্তফার পক্ষে পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের একাংশ ও চন্দ্রপুর গ্রামের একাংশ চাচুড়ি গ্রামের সঙ্গে যোগ দেয়।

অপরদিকে ফুলদাহ গ্রামের ফসিয়ার মোল্যার পক্ষে চন্দ্রপুর গ্রামের একাংশ যোগ দেয়। এর পরই সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন চাচুড়ি গ্রামের আনসার শেখের বাড়ির সামনের খাল পাড়ে দুই দল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের বিপ্লব ফকির (৪০), রমজান বেগ (৪০), শুকুর মোল্যা (৪৫), হাবিব মোল্যা (২০) সাহাবুউদ্দিন (৪০), আব্দুল্লাহ (৩৫), মিল্টন মোল্যা (৩৮), মুহিদ মোল্যা (৫০), খাইরুল মোল্যাসহ (৩৫) কমপক্ষে ১০ জন আহত হন।

গোলাম মোস্তফা পক্ষের ইমরুল হোসেন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় বিনা উসকানিতে ফসিয়ার মোল্যার ছেলে সবুজের নেতৃত্বে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে মসজিদের ইমামসহ চারজনকে কুপিয়ে জখম করে। আজ (৩১ মে) সকালেও তারা আমাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় আমাদের ৪-৫ জন আহত হয়েছে।

অপরদিকে ফসিয়ার মোল্যা পক্ষের বাদল মোল্যা বাংলানিউজকে জানান, আজ (৩১ মে) সকালে আমাদের লোকজন ঘুমিয়ে ছিল। হঠাৎ করে চাচুড়ি গ্রামের লোকেরা এসে আমাদের ওপর হামলা করে। কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়েছে। এসময় আমাদের পাঁচ-ছয়জন আহত হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ৩১, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।