ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি: শাহরিয়ার আলম

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২৩
নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি: শাহরিয়ার আলম শাহরিয়ার আলম। ফাইল ফটো

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। নতুন করে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসবে না।

রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে আমরা কাজ করছি।

বুধবার (৩১ মে)  রাজধানীর একটি হোটেলে ইন্টারেক্টিভ সেশনে এক প্রশ্নের জবাবে এ মন্তব‌্য করেন প্রতিমন্ত্রী।

নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান অঙ্গীকার প্রয়োজন। আমরা আশা করছি, সব রাজনৈতিক দল তাদের অঙ্গীকারের পরিচয় দিয়ে নির্বাচনে অংশ নেবে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বর্তমান সংবিধান এবং বিচারকদের দেওয়া রায় অনুযায়ী অবৈধ। বিএনপির এ ধরনের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হিসেবে কাজ করছে।

তিনি বলেন, বিএনপি এবং তাদের বন্ধুরা নির্বাচন নিয়ে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন। তারা বলছেন, পুলিশ কর্মকর্তা, প্রশাসন, নির্বাচনী কর্মকর্তা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটি একটি গুরুতর হুমকি। আমি আশা করি, মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভালোভাবে নোট করবে।

সরকারের ওপর বিদেশিদের চাপ নিয়ে এক প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী প্রশ্ন কর্তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি মনে করেন কেউ চাপ দিতে চাইলেও শেখ হাসিনাকে সরাতে পারবে? তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এটি তার গর্ব এবং এটি তার শক্তি।

চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, জিডিআই একটি নতুন উদ্যোগ। বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ বিষয়ে বলার মতো কিছু নেই। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে, যারা বিষয়টি খতিয়ে দেখছেন।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২৩
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।