ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ মিলল শীতলক্ষ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুন ১, ২০২৩
নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ মিলল শীতলক্ষ্যায়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ ট্রলার যাত্রী সুমন শেখের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত একজন গার্মেন্টস কর্মী ছিলেন।

বৃহস্পতিবার (১ জুন) সকালে বন্দর ঘাটের বটতলা এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশটি উদ্ধার করে।

সুমন শেখ বন্দর শাহী মসজিদ এলাকার মুক্তিযোদ্ধা মো. শফিক শেখের ছেলে।

প্রসঙ্গত, বুধবার (৩১ মে) সকালে শীতলক্ষ্যা নদীর ১নং খেয়াঘাটে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি বাল্কহেডের সঙ্গে সে ট্রলারগুলোর ধাক্কা লাগে। আতঙ্কিত হয়ে ট্রলারে থাকা আট থেকে দশজন নদীতে লাফ দেন। সে সময় নদীতে পড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করতে এগিয়ে আসে আশেপাশে থাকা নৌকা ও ট্রলার। এ সময় সুমন শেখ নিখোঁজ হন। তিনি সাঁতার জানতেন না।

সুমনের চাচাতো ভাই সোহেল পারভেজ বলেন, সকালে ওই ট্রলারে করে আমার ভাই নদী পার হচ্ছিলেন। সে সময় বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে যান তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।