ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুন ১, ২০২৩
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা খুন প্রতীকী ছবি।

সিলেট: সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোবিন্দ দাস (৩৩) নামে এক ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট নগরের ধোপাদিঘী পাড়ের শিশুপার্কের সামনে এ ঘটনা ঘটে।



নিহত গোবিন্দ সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার মৃত গৌরাঙ্গ দাসের ছেলে। ২ ছেলে সন্তানের জনক গোবিন্দ নগরের আখালিয়া এলাকার একটি কলোনিতে সপরিবারে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের চাচা শ্বশুর জগদীস সরকার বাংলানিউজকে বলেন, গোবিন্দ প্রতিদিনের মতো ভোরে সবজি কিনতে নগরের সুবহানীঘাট কাঁচা বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে গোবিন্দ ধোপাদিঘীর পাড়ের শিশুপার্কের সামনে গেলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা লুট করে নিতে জোর করেন। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ওই প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গোবিন্দকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের ব্যবহৃত ভ্যানগাড়িটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনার পর ভ্যানগাড়িটিও কে বা কারা নিয়ে গেছে।

এসএমপির কোতোয়ালি মডেল থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেও ছিনতাইকারীদের কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।