বগুড়া: বগুড়ার সদর উপজেলায় মো. আবেদীন শেখ (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে উপজেলার নামুজা ইউনিয়নের শাহপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩১ মে) সন্ধ্যায় আবেদিন শেখ চৌমুহনী বাজারে ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়িতে না ফিরলে ভোর থেকেই তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরের দিকে আবেদিনের মরদেহ নামুজা শাহপাড়া এলাকায় নলপুকুর মাঠে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, তার মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ০১, ২০২৩
কেইউএ/আরআইএস