ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের পথে রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জুন ২, ২০২৩
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের পথে রাষ্ট্রপতি

ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (০১ জুন) রাত ১১ টায়  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি  ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন রাষ্ট্রপতি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সংশ্লিষ্ট সচিবসহ  পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। সফরকালে ৩ জুন তুরস্কের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতে অংশ নিবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তুরস্ক সফর শেষে আগামী ৬ জুন রাষ্ট্রপতির  দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়:০১১৫ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এমইউএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।