ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জুন ২, ২০২৩
খাগড়াছড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল জব্বার (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দিনগত রাত সাড়ে ৮টার দিকে শহরের জিরোমাইল সংলগ্ন ২০ নম্বার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, খাগড়াছড়ি থেকে একটি পিকআপ নিয়ে যাওয়ার সময় ২০ নম্বার এলাকায় ইঞ্জিন বিকল হয়। আব্দুল জব্বার গাড়িটি মেরামতের কাজ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান পিকআপটিকে ধাক্কা দিলে মেকানিক জব্বারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়াতদন্ত করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, জুন ০২, ২০২৯
এডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।