ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মে মাসে ২৮২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুন ২, ২০২৩
মে মাসে ২৮২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।  

শুক্রবার (২ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২০ কেজি ৫৬৯ গ্রাম স্বর্ণ, ৮৮ কেজি ৬৯৪ গ্রাম রূপা, ১,৫১,৬৪৫টি কসমেটিক্স সামগ্রী, ২,৭৬৬টি ইমিটেশন গহনা, ২১,৪৮১টি শাড়ী, ১,২৭৫টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/কম্বল, ৩,৯১১টি তৈরী পোশাক, ১,৯২৪ ঘনফুট কাঠ, ৬,০৬৬ কেজি চা পাতা, ১,১৬,৪৩০ কেজি কয়লা, ২,২৫৯ কেজি কারেন্ট/সুতার জাল, ১,৬৫,৮৯৩ ঘনফুট পাথর, ১০টি ট্রাক/কাভার্ডভ্যান, ১১টি পিকআপ, ৫টি প্রাইভেটকার, ২৫টি সিএনজি/ইজিবাইক এবং ১১৬টি মোটরসাইকেল।  

জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ৭টি সকল প্রকার গান, ১০০ কেজি সালফার, ৪টি বিস্ফোরক স্টিক, ৭টি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি।
 
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৯,৫৫,২১০ ইয়াবা ট্যাবলেট, ২৮ কেজি ৭১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৭ কেজি ৮৬০ গ্রাম হেরোইন, ২২,৬১৪ বোতল ফেনসিডিল, ২৩,৬৮২ বোতল বিদেশি মদ, ৩,০২৭ ক্যান বিয়ার, ২,৫৬৭ কেজি গাঁজা, ১,৭৫,৬৩২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৯,৫২০টি নেশাজাতীয় ইনজেকশন, ২,৪৪৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬,৬৬১টি ইস্কাফ সিরাপ, ৬৯৮ বোতল এমকেডিল /কফিডিল, ১৭,৭৬,৯৪১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ২ কেজি ৪৪৫ গ্রাম কোকেন এবং ১,৬০,১৬৮টি অন্যান্য ট্যাবলেট।
 
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক এবং ২৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এজেডএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।