ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জুন ৩, ২০২৩
রংপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি

রংপুর: রংপুরের বদরগঞ্জে পানিতে ডুবে তানজিরুল ইসলাম (৬) ও মনির হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

 

শুক্রবার (২ জুন) বিকেলে উপজেলার হাজিপুর সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত দুই শিশু তাজজিরুল সাতঘরিয়া পাড়ার আউয়াল হকের ও  মনির হোসেন শাহ আলমের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে শিশু দুইটি খেলাধুলা করার জন্য বাড়ির পাশে যায়। এ সময় একটি খালে পড়ে গেলে সেখানে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, পানিতে ডুবে ২ শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।