ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাবদাহ থেকে বাঁচতে নদীতে নেমে লাশ হলো শিশু শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জুন ৩, ২০২৩
দাবদাহ থেকে বাঁচতে নদীতে নেমে লাশ হলো শিশু শিক্ষার্থী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তীব্র দাবদাহ থেকে বাঁচতে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জুল্লুল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা।  

শুক্রবার (০২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া এলাকায় করতোয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুল্লুল কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার মিশন রোড এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় বোগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী জানান, তীব্র দাবদাহ থেকে বাঁচতে এলাকার শিশুরা গোসল করতে গিয়ে দীর্ঘ সময় নদীতে থাকে। শুক্রবার দুপুরেও জুল্লুলসহ আরো পাঁচ শিশু পলুপাড়া এলাকায় করতোয়া নদীতে গোসল করতে যায়। পরে সেখানে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবেভাবে বালু উত্তোলনের কারণে সৃষ্ট একটি বড় গর্তে পড়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে একে একে চার শিশুকে উদ্ধার করলেও জিল্লুল নিখোঁজ থাকে।

স্থানীয়দের পাশাপাশি উদ্ধার অভিযানে যোগ দেন পাশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম নদীতে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।