ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডি লেকে মিললো কিশোরের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুন ৩, ২০২৩
ধানমন্ডি লেকে মিললো কিশোরের মরদেহ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর।

 

শনিবার (৩ জুন) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ধানমন্ডি ৭ নম্বর রোডের শেষ মাথায় বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন লেক থেকে ভাসমান অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই কিশোর লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে মরদেহ ভেসে উঠলে দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।