ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ১১২ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ৩, ২০২৩
না.গঞ্জে ১১২ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১১২ কেজি গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করা হয়েছে।

শনিবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

এর আগে, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া সদর আলী বেপারীর নতুন বাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার দেবীদ্বারের নজরুল ইসলামের ছেলে সুজন (২৩), যশোরের কোতয়ালীর আব্দুল কাদেরের ছেলে রাসেল হোসেন (২০) ও সোহেল হোসেন (৩৩)। এ সময় সোনারগাঁয়ের বাহাকৈর এলাকার রবিউল খান রবি (৩২) নামে এক আসামি পালিয়ে যায়।

এসপি গোলাম মোস্তফা রাসেল বলেন, জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুন ৩, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।