ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইছামতী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করল প্রশাসন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুন ৪, ২০২৩
ইছামতী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ করল প্রশাসন

নবাবগঞ্জ (ঢাকা): জেলার নবাবগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা বন্ধ করেছে প্রশাসন।  

রবিবার (০৪ জুন)  দুপুরে উপজেলার শিকারিপাড়া ইউনিয়নের সুজাপুর এলাকায় ইছামতী নদীতে অভিযান পরিচালনা করে এ বালু উত্তোলন বন্ধ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
 
জানা যায়, ড্রেজার ব্যবসায়ী বাবুল সুজাপুর গ্রামে অবৈধভাবে ইছামতী নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলন বন্ধ এবং ড্রেজারের পাইপ অপসারণ করা হয়।  

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।