ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ট্রাকচাপায় বাইকার নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুন ৫, ২০২৩
গাইবান্ধায় ট্রাকচাপায় বাইকার নিহত 

গাইবান্ধা: গাইবান্ধার সদর উপজেলায় ট্রাকের চাপায় হাসানুর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

রোববার (৪ জুন) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাসানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের আবুল কাশেম মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন হাসানুর। পথে লক্ষ্মীপুর হাট এলাকায় গাইবান্ধাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানুরের মৃত্যু হয়।

আহত ব্যক্তিকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ০৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।