ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার মৃত্যুর খবরে হাসপাতাল যাওয়ার পথে ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ৫, ২০২৩
বাবার মৃত্যুর খবরে হাসপাতাল যাওয়ার পথে ছেলের মৃত্যু

শরীয়তপুর: জেলার নড়িয়া উপজেলায় বাবার মৃত্যুর খবর শুনে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান সরদার (৩৮) উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চান্দনি গ্রামের সদ্য প্রয়াত সোহরাব সরদারের ছেলে।

জানা যায়, সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালে আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সোলাইমান সরদার। এমন সময় পেছন থেকে ছুটে আসা দ্রুতগতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রেখেছে পুলিশ। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ইতোমধ্যেই মোটরসাইকেল চালককে আটক করেছি। নিহতের আপন কেউ এসে অভিযোগ করলে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।