ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈদেশিক মুদ্রা চোরাচালান চক্রের ২ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ৬, ২০২৩
বৈদেশিক মুদ্রা চোরাচালান চক্রের ২ সদস্য আটক

ঢাকা: মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা থেকে বৈদেশিক মুদ্রা চোরাচালান চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক চোরাচালানকারীরা হলেন, আল-আমিন (৩৬) ও সিরাজুল ইসলাম টুটুল (৫৫)।

 

মঙ্গলবার (৬ জুন) বিকালে র‌্যাব-১০- এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জুন) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে বিভিন্ন দেশের ১৩ লাখ ৪৬ হাজার ৮০৭ টাকা সমমূল্যের ৩৯৮টি বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা বৈদেশিক মুদ্রা চোরাচালন চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরেই চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে অবৈধভাবে পাচারের জন্য বিভিন্ন লোকজনদের কাছে বিক্রয় করে আসছিল।  

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।