ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এ বিদায় যে চিরবিদায়, জানলে কি বেরোতে দিতাম?

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এ বিদায় যে চিরবিদায়, জানলে কি বেরোতে দিতাম? হাসপাতালের জরুরি বিভাগের সামনে বসে বিলাপ করছেন সুরমা বেগম

সিলেট: বাসায় স্ত্রী ও ৩ সন্তান রেখে কাজে বেরিয়েছিলেন জমির হোসেন। কিন্তু ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

বুধবার  (৭ জুন) ভোর সাড়ে ৫টায় সিলেট ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহতদের একজন জমির হোসেন।

তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছোট ভাই তাজ উদ্দিন আকাশকে নিয়ে আসেন সুরমা বেগম। হাসপাতালের জরুরি বিভাগের সামনে বসে বিলাপ করছিলেন সুরমা বেগম।

তিনি বলেন, মানুষটির সঙ্গে ১০ বছরের সংসার। তার আয় রোজগার দিয়ে শহরে ভাড়া বাসায় থাকতাম। সকালে তাকে খাইয়ে দিয়ে বাসা থেকে বিদায় দেই। কিন্তু এ বিদায় যে চিরবিদায়, তা জানলে মানুষটিকে কি আর ঘর থেকে বেরোতে দিতাম?

সুরমা আক্তার বলেন, আমাদের সংসার জীবনে ৩ মেয়ে রয়েছে।  বড় মেয়ের বয়স ৭, মঝো ৫ ও ছোট মেয়ের ৩ বছর। মেয়েদের নিয়ে এখন অকুল সাগরে ভেসে গেলেন তিনি।

বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর মহিলাসহ আরও ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও ১৭ জন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

আরও পড়ুন: সিলেটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

বাংলাদেশ সময়: ১৪২৮ঘন্টা, জুন ০৭, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।