ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ৮, ২০২৩
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আলিফ তার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এ সময় আলিফকে পানির নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।