ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় প্রবাসীর বাড়িতে শিকল কেটে চুরি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
নগরকান্দায় প্রবাসীর বাড়িতে শিকল কেটে চুরি 

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় নগরকান্দার ফুলসূতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামে ইরাক প্রবাসী কাইয়ুম মোল্লার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাড়িতে কেউ না থাকার সুবাদে অজ্ঞাত চোর কিংবা চোরেরা সেমি পাকা ঘরের দরজার শিকল কেটে ঘরের মধ্যে ঢুকে খাটের ওপরে থাকা ও টিনের বাক্সের ভেতর থেকে ওই দুটি কম্বল নিয়ে যায়। ওই প্রবাসীর স্ত্রীর নাম লাভলী বেগম (৩৪)।  

লাভলী বেগম জানান, তার দুই মেয়ে, একজন পঞ্চম শ্রেণিতে (১২) পড়ে অন্যজনের বয়স ৭ মাস। বড় মেয়ে তন্নীর স্কুল ছুটি হওয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুই মেয়েকে নিয়ে পাশের চক নাউডুবি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে গতকাল রোববার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।