ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে সুস্থ জাতি গঠনের বিকল্প নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ৮, ২০২৩
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে সুস্থ জাতি গঠনের বিকল্প নেই’

রাঙামাটি: স্মার্ট বাংলাদেশ নির্মাণে সুস্থ জাতি গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. কাওছারুল ইসলাম সিকদার।  

বৃহস্পতিবার (০৮ জুন) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্য কর্তৃপক্ষের এ কর্মকর্তা বলেন, আমাদের নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে হবে। এজন্য হাট-বাজার, বাসা-বাড়ি, হোটেল-মোটেলগুলো পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। সুস্থ জাতি গঠনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।  

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুনতাসির মামুন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ০৮, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।