হবিগঞ্জ: হবিগঞ্জে বিদ্যুতের অসহনীয় লোড শেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করেন তারা।
আন্দোলনে বক্তারা বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সংকটের কারণ দেখিয়ে দিনে ১২ ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল দিয়েছিল। কিন্তু বাস্তবে প্রতিদিন অন্তত ১৪ ঘণ্টা লোডশেডিং করছে। এ অসহনীয় দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি দিতে বিদ্যুৎ বিভাগের প্রতি তারা আহ্বান জানিয়েছেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া হবিগঞ্জবাসীর পক্ষে গাছপালা রক্ষা ও বিদ্যুৎ সমস্যা সমাধান কমিটির আহ্বায়ক মাহমুদা খান বলেন, হবিগঞ্জে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। অথচ হবিগঞ্জবাসী বিদ্যুতের সমস্যায় রাতে ঘুমাতে পারে না। যা অত্যন্ত দুঃখজনক।
শতাধিক মানুষের আন্দোলনের মুখে প্রায় এক ঘণ্টা সময় ধরে শহরের প্রধান সড়ক বন্ধ থাকলে যানজন সৃষ্টি হয়। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের ফিরিয়ে দেয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বাংলানিউজকে বলেন, কিছু লোক প্রায় আধাঘণ্টা সড়কে অবস্থান নিয়েছিল। পরে তাদের বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
জেডএ