ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাজেকে ডায়রিয়া ও বার্ধক্যজনিত কারণে মৃত্যু ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুন ৮, ২০২৩
সাজেকে ডায়রিয়া ও বার্ধক্যজনিত কারণে মৃত্যু ২ ফাইল ছবি

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গবতি বালা ত্রিপুরা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে বার্ধক্যজনিত কারণে দরং ত্রিপুরা (৬০) নামে অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরি ভিত্তিতে আমাদের একটি মেডিক্যাল টিম হেলিকপ্টারযোগে ওই এলাকায় পৌঁছেছে। আক্রান্তের ব্যাপারে আপাতত কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নটি অত্যন্ত দুর্গম এলাকা। সেখানে কিয়দংশে সড়ক যোগাযোগ থাকলেও পুরো এলাকায় এখনো যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। যে কারণে সেখানকার বাসিন্দারা প্রতি বছর নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হন পাহাড়িরা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।