ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুন ৯, ২০২৩
বগুড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকায় ট্রাকচাপায় হজো আলী মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ৮টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হজো আলী মোল্লা উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হজো আলী মোল্লা মোকামতলা হাটে বাজার করার জন্য আসেন। এ সময় বগুড়া-রংপুর মহাসড়কের পূর্ব থেকে পশ্চিম পাশে পার হতে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোকামতলা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান জানান, দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। পরে মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।