ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বোনকে দেখে বাড়ি ফেরা হলো না হাবিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ৯, ২০২৩
বোনকে দেখে বাড়ি ফেরা হলো না হাবিবার প্রতীকী ছবি

কুষ্টিয়া: নতুন বোন এসেছে মায়ের কোলে। সেই বোনকে হাসপাতালে দেখে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল ৯ বছরের মেয়ে হাবিবা।

পথে ট্রাকচাপায় নিহত হয় হাবিবা।

শুক্রবার (৯ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদাপাড়া ব্রিজ এলাকায় (কুষ্টিয়া-মেহেরপুর সড়কে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবার ওই উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার চা বিক্রেতা হাসান আলীর মেয়ে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, গত পরশুদিন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মিরপুরের একটি ক্লিনিকে মেয়ে বাচ্চার জন্ম দেয় হাসান আলীর স্ত্রী। সেই বাচ্চা দেখতে সকালে মিরপুরে যায় হাসান আলী ও তার মেয়ে হাবিবা। মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় নওদাপাড়া ব্রিজ এলাকায় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক মোটরইকেলটিকে ধাক্কা দিলে হাবিবা ছিটকে পড়ে। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।