ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অর্পিত সম্পত্তি বংশধরদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
অর্পিত সম্পত্তি বংশধরদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি ছবি: বাংলানিউজ

ঢাকা: অর্পিত সম্পত্তি লিজ প্রথার পরিবর্তে উত্তরাধিকারী ও বংশধরদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ নামের একটি সংগঠন।

শনিবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব পাকিস্তানের তৈরি আইন স্বাধীন বাংলাদেশে চলতে পারে না। মহান মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে অনতিবিলম্বে ভারতে গিয়ে নাগরিকত্ব নেওয়া হিন্দু সম্প্রদায়ের অর্পিত সম্পত্তির লিজ প্রথা বাতিল করে উত্তরাধিকার ও বংশধরদের কাছে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এসসি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।