ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পল্টন থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩
পল্টন থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখার গুলশান বিভাগ।

শনিবার (১০ জুন) পল্টন থানার অরুরা স্পেশালাইজড হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস বাংলানিউজকে জানান, মাদক কারবারিরা পল্টন অরুরা স্পেশালাইজড হাসপাতালের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাব্বী ইসলাম ও মৃদুল কান্তি দে নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসি বার্নাড এরিক।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১০, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।