ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রিজের রড চুরির ঘটনায় আ. লীগ নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
ব্রিজের রড চুরির ঘটনায় আ. লীগ নেতা কারাগারে উত্তম কুমার দেব

খাগড়াছড়ি: সরকারি তিনটি ব্রিজ-কালভার্ট ভেঙে রড চুরির ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবকে কারাগারে পাঠানো হয়েছে।  

ঠিকাদার উত্তম কুমার বর্তমান সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের ছোট ভাই।

রোববার (১১ জুন) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে ওই ঠিকাদার আত্মসমর্পণ করেন। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

এর আগে এ ঘটনায় সংবাদ প্রকাশিত হলে ২৯ মার্চ খাগড়াছড়ির আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক স্বপ্রণোদিত হয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন।  

ওই মামলায় পুলিশের হাতে আটক অটোচালক নাজমুলসহ তিনজনের ১৬৪ এ জবানবন্দির পরিপ্রেক্ষিতে ঠিকাদার উত্তম দেব হাইকোর্ট থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন। সে অনুযায়ী তিনি আজ খাগড়াছড়ির আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।  

খাগড়াছড়ির জিআরও এএসআই মীর হোসেন জানান, আদালত উত্তমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জেনেছি। তবে বিস্তারিত জানি না।

উত্তম দেবের আইনজীবী নজরুল ইসলাম জানিয়েছেন, এজহারে উত্তমের নাম ছিল না। কিন্তু হয়রানি এড়াতে হাইকোর্টের নির্দেশে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠান।  

চলতি বছরে মার্চের মাঝামাঝি খাগড়াছড়ির পানছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় পানছড়ির পিআইও কার্যালয় স্থানীয় ছনখোলা রাস্তার মাঝখানে এবং একই ইউনিয়নের দূর্গামনি পাড়া যাওয়ার রাস্তায় ৪০ ফুট দৈর্ঘ্যের দুটি সেতু নির্মাণ করা হয়। এছাড়া হারুবিল-কচুছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত একটি কালভার্টের রডও চুরি হয়ে যায়। ঘটনার জন্য শুরু থেকে উত্তমকে দায়ী করা হচ্ছিল।

এ ঘটনায় গেল মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও ফাঁস হয়। অডিওতে রড চুরির ঘটনায় অটোচালক নাজমুল নামের এক যুবককে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসাতে চাওয়া হয় এবং তাকে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিতে বলা হয়। অডিওতে কথোপকথনের মধ্যে নাজমুল ছাড়া অপর দুইজন হলেন স্থানীয় ঠিকাদার উত্তম কুমার দেব ও পানছড়ি পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য জব্বার হোসেন। এ ঘটনায় জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।