বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে ঝিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ঝিলবুনিয়া-কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, কিছু অসাধু লোক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমিতে অবৈধ স্থাপনা করে রেখেছিলেন। সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জন্য দখলদারদের স্থাপনা সরানোর নোটিশ পাঠানোর পাশাপাশি মৌখিকভাবে বলা হয়েছিল। কিন্তু তারা স্থাপনা সরায় নি। পরে আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, কয়েক দফা নোটিশ দেওয়া হলেও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরাচ্ছিল না। যার কারণে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় বিদ্যালয়ের সীমানা ঘেঁষে অবৈধভাবে তৈরি করা চারটি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এসআইএ