ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বলেশ্বরে ট্রলারডুবি, ছয় ঘণ্টা পর পাওয়া গেল নিখোঁজ জেলেকে 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
বলেশ্বরে ট্রলারডুবি, ছয় ঘণ্টা পর পাওয়া গেল নিখোঁজ জেলেকে 

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মোহনা থেকে মাছ শিকার করে ফেরার পথে ইঞ্জিনচালিত নামবিহীন মাছ ধরা একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর হোসেন নামে নিখোঁজ এক জেলেকে ছয় ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন সংলগ্ন কটকা এলাকা থেকে উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১৪ জুন) ভোর রাত ৪টার দিকে বলেশ্বর নদের সুন্দরবন সংলগ্ন এলাকার একটি ডুবোচরে আটকে ট্রলারটি ডুবে যায়।  

উদ্ধার হওয়া নুর হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার আব্দুল খালেকের ছেলে।  

ট্রলার মালিক ওয়াসিম জেলেদের বরাত দিয়ে বলেন, গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা চলমান থাকায় বলেশ্বর নদের মোহনা থেকে ফিরে আসার সময় সুন্দরবন সংলগ্ন এলাকার একটি ডুবোচরে তার ট্রলারটি আটকে পরে। সেখানে নদীর তুফান ও স্রোতের কবলে পড়ে বুধবার ভোর রাত ৪টার দিকে ট্রলারটি ডুবে গেলে এক জেলে নিখোঁজ হয়।  

ফিরে আসা জেলেরা এ খবর জানানোর পর আমরা অনুসন্ধানে ঘটনাস্থলে গিয়ে ট্রলার উদ্ধার করলেও নিখোঁজ জেলেকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর সুন্দরবনের কটকা এলাকার বন বিভাগের সদস্যরা চরে নুর হোসেন কে পেয়ে বাড়িতে খবর দেয়। দুপুর নাগাদ বাড়িতে এসে পৌঁছাবেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।