ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সোহাগ (৩০) নামে এক প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

 

সোহাগ চৌদ্দগ্রাম উপজেলার আতাকরা গ্রামের গোরফান আলীর ছেলে ও নিউমার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত আনিকা প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সোহাগ তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি ফোনে কথা বলতে বলতে প্রিন্টিং মেশিনের ওপর পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে অন্য ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।