ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি উধাও!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি উধাও!

ঢাকা: ৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে একটি হজ এজেন্সি উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ জুন) দুপুরে রাজধানীর শ্যামপুর থানা এলাকার জুরাইনে অবস্থিত ওই এজেন্সিতে এসে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী সাধারণ হজযাত্রীরা।

 

খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, একটি হজ এজেন্সি ৫৩৮ জনের টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগীরা এজেন্সিতে এসে বিক্ষোভ করছেন- এমন খবর পেয়ে থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি।

ভুক্তভোগীদের বরাতে ওসি নজরুল ইসলাম বলেন, পাঁচ শতাধিক হজযাত্রীর কাছ থেকে টাকা নিলেও মাত্র কয়েকজনের ভিসা করে দিয়েছে এজেন্সিটি। সাধারণ হজযাত্রীরা অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানের কাছে টাকা দেন। তারা যদি প্রতারিত হয়ে থাকেন, তাহলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেবো।

এজেন্সিটির মূল মালিক পলাতক রয়েছেন। তবে সংশ্লিষ্ট কয়েকজনকে পাওয়া গেছে এবং তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
পিএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।