ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঘরের মাটি খুঁড়তে গিয়ে মিলল গ্রেনেড!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
ঘরের মাটি খুঁড়তে গিয়ে মিলল গ্রেনেড! উদ্ধার হওয়া গ্রেনেড।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ব্যক্তির ঘরের মাটি খোঁড়ার সময় পুরোনো একটি গ্রেনেড পাওয়া গেছে।  

বুধবার (১৪ জুন) সকালে উপজেলার জেঞ্জিচালা দক্ষিণপাড়া এলাকায় রহিজ মিয়া বাড়ি থেকে গ্রেনেডটি পাওয়া যায়।



পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার রহিজ মিয়া নতুন বাড়ি তৈরি করতে পুরোনো একটি মাটির ঘর ভাঙার কাজ করছিল। একপর্যায়ে শ্রমিকরা ওই ঘরের নিচে মাটি খুঁড়তে গিয়ে একটি মাটির হাঁড়ি কোদালের আঘাতে ভেঙে যায়। এ সময় ওই মাটির হাঁড়ির ভেতর বোমা সদৃশ বস্তু দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। তবে গ্রেনেডটি শত বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে।  

বাড়ির মালিক রহিজ মিয়া জানান, মাটির ঘরটির দীর্ঘদিনের পুরোনো থাকায় তা ভেঙে নতুন ঘর তৈরির কাজ করছিলাম। একপর্যায়ে মাটির ঘরের দেয়ালের নিচ থেকে মাটির হাঁড়ির ভেতর থেকে ওই গ্রেনেডটি পাওয়া যায়।

কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির পরিদর্শক মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দেখে মনে হচ্ছে, গ্রেনেডটি শত বছরের পুরোনো। এটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।