ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

 

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী যাত্রীবাহী একটি লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।