ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন-বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন-বিক্ষোভ

খুলনা: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) খুলনা প্রেসক্লাবের সামনে দুটি পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ও দুপুর ১২টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে পৃথক দুটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর ও খুলনার প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, কালের কণ্ঠের খুলনা ব‌্যুরো প্রধান গৌরঙ্গ নন্দী, এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব মুন্সি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান মোল্লা, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর খুলনা ব‌্যুরো প্রধান শামসুজ্জামান শাহিন, বাংলাভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, ডিবিসি নিউজের খুলনা ব‌্যুরো আমিরুল ইসলাম, সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, দৈনিক জনকণ্ঠের খুলনা ব্যুরো প্রধান প্রবীর রায়, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, খুলনা জেলা সাধারণ সম্পাদক হাফেজ আসাদুল্লাহ আল গালিব, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রতিনিধি কবি নাজমুল তারেক তুষার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান, একুশে টিভির খুলনা ব্যুরো প্রধান মন্দ্রেনাথ সেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায়, আনোয়ারুল ইসলাম কাজল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খুলনা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি বাপ্পি খান, এসএ টিভির খুলনা ব্যুরো রকিবুল ইসলাম মতি, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার অভিজিৎ পাল, ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পু, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন ও কামরুল হোসেন মনি, সময় টেলিভিশনের নিয়ামুল হোসেন কচি, আব্দুল্লাহ আল মামুন রুবেল, বেল্লাল হোসেন সজল, তানজিম আহমেদ ও আব্দুল হালিম, নিউজ২৪ এর ফটো সাংবাদিক মো. রফিক আলী, লবনচরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন তুহিন, দ‌্য বিজনেস পোস্ট’র খুলনা বিভাগীয় প্রতিনিধি তরিকুল ইসলাম, প্রথম আলোর ফটো সাংবাদিক মো. সাদ্দাম হোসেন, ডেইলি স্টারের হাবিবুর রহমান, এটিএন নিউজের ফটো সাংবাদিক মনোজ দাস, ৭১ টেলিভিশনের ফটো সাংবাদিক সোহেল, খুলনা গেজেট’র নিজস্ব প্রতিবেদক একরামুল হোসেন লিপু, কলেজ শিক্ষক জিএম সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) নেতা ইলিয়াস হোসেন লাবু, নাজমুল হোসেন, শামীম হোসেন, আবু মুছা, শাহ নেওয়াজ, এম এ সাদী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নেত্রী লুৎফুন্নাহার পলাশী, ফটো সাংবাদিক সাগর, দি ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের মঞ্জুরুল ইসলাম ও আক্তারুজ্জামান।

মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নামে একের পর এর সংবাদ করাই কাল হলো বাংলানিউজটোয়েন্টিফোর.কমের গোলাম রাব্বানী নাদিমের। সাংবাদিক নাদিমকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে। অচিরেই নাদিম হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনে নামবে সাংবাদিক সমাজ।  

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় বক্তব্য দেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, শেখ আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, বিএফইউজের নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবীর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর খুলনা ব‌্যুরো প্রধান শামসুজ্জামান শাহিন, ৭১ টেলিভিশনের খুলনা ব‌্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক সুনীল দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সাংবাদিকবান্ধব সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় সাংবাদিকরা উদ্বিগ্ন।

তারা আরও বলেন, গোলাম রাব্বানী নাদিমকে যারা হত্যা করেছেন, তারা যে দলের বা যত শক্তিশালী হোক না কেন তাদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। নেতারা জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।