ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম খুন: দ্রুত বিচার চান বরগুনার সাংবাদিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
সাংবাদিক নাদিম খুন: দ্রুত বিচার চান বরগুনার সাংবাদিকরা

বরগুনা: সন্ত্রাসী হামলায় জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুন হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বরগুনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা। একই সঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষেও নিন্দা ও শাস্তির দাবিতে জানাচ্ছেন।

 

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন, বরগুনা জেলা অনলাইন সাংবাদিক ফোরাম, বরগুনা রিপোর্টার্স ইউনিটি, আমতলী উপজেলা প্রেসক্লাব, আমতলী সাংবাদিক ফোরাম, আমতলী প্রেসক্লাব, তালতলী প্রেসক্লাব, তালতলী সাংবাদিক ইউনিয়ন, তালতলী সাংবাদিক ফোরাম (টি জে এফ), বামনা প্রেসক্লাব, বেতাগী প্রেসক্লাব, পাথরঘাটা প্রেসক্লাব ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবসহ বরগুনার বিভিন্ন সাংবাদিক সংগঠন।  

নাদিম বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।  

পেশাগত দায়িত্বপালন শেষে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে এলে অস্ত্রধারী সন্ত্রাসীরা নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর দিনগত রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

কিন্তু আশঙ্কাজনক অবস্থা হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩ টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।