ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার সঙ্গে অভিমানে ছেলের আত্মহত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
বাবার সঙ্গে অভিমানে ছেলের আত্মহত্যা

পাথরঘাটা (বরগুনা): বাবার সঙ্গে অভিমান করে পোকা মারার ওষুধ খেয়ে মো. হোসেন (১৮) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

 

এর আগে শুক্রবার (১৬ জুন) দিনগত রাত ১১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত মো. হোসেন ওই গ্রামের আবু হানিফের ছেলে।

স্বজনদের কাছ থেকে জানা যায়, বাবার সঙ্গে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল ছেলে হোসেনের। তারই জেরে শুক্রবার (১৬ জুন) দিনগত রাত ১১টার দিকে চালের পোকা মারার ওষুধ খায় হোসেন। ‌ পরে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় বরিশাল নেওয়ার পথে ভাণ্ডারিয়া উপজেলার চরখালী নামক স্থানে শনিবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, চালের পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার খবর পেয়েছি। স্বজনরা থানায় আছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।