সিলেট: সুনামগঞ্জের দুই উপজেলায় পৃথক বজ্রপাতে দুই শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন) সকালে জেলার বিশ্বম্ভরপুর ও দিরাই উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের জয়নাল ও একেই গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম। তারা পাথর শ্রমিক এবং নিহত আরেকজন আব্দুল মালেক, তিনি অটোরিকশা চালাতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন ডলুরা বর্ডার এলাকায় সকাল ১১টায় জয়নাল ও সেলিম পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই জয়নাল ও সেলিমের মৃত্যু হয়।
তাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা জানায়, দিরাই উপজেলায় শুক্রবার (১৬ জুন) রাতে হাওরে মাছ শিকার করতে যান আব্দুল মালেকসহ আরও কয়েকজন। শনিবার সকালে বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে মালেকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মালেকের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন।
মালেকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি মুক্তাদির আহমদ।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এনইউ/এএটি